সাইফুল ইসলাম।। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে শের-ই বাংলা মেডিকেল কলেজের ১২ তম ব্যাচের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাঃ এমদাদুল্লাহ্ খাঁন(৫৭) করোনা ভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়ে আজ বিকাল ৫.৩৫ মিনিটে শের-ই বাংলা মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি বরিশাল সদর হাসপাতাল এর সিনিয়র (কনসালট্যান্ট, ডার্মাটোলজি) হিসাবে কর্মরত ছিলেন। তারঁ সহকারী সুব্রত এর মাধ্যমে জানা গেছে মরহুমের জানাজার নামাজ আজ রাত ৯.০০ টায় মুসলিম গোরস্থান জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং মুসলিম গোরস্থানেই তাকে সমাহিত করা হবে।
বরিশাল সিভিল সার্জনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।