ধানসিঁড়ি নিউজ।। করোনা আক্রান্ত পরিবার গুলোকে সাহায্য করার লক্ষ্যে গঠিত তহবিল থেকে পুনাক সভানেত্রী বিএমপি আফরোজা পারভীন (সহধর্মিণী বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার),গতকাল ১৬ সেপ্টেম্বর ২০২০ খ্রিঃ বুধবার পুলিশ কমিশনার কার্যালয়ে, নগদ দেড় লক্ষ টাকা বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর হাতে তুলে দেন।
এসময়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম,উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি আবু রায়হান মুহাম্মদ সালেহ্ , উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা মোঃ জাহাঙ্গীর মল্লিক, পুনাক বিএমপি দপ্তর সম্পাদিকা প্রকৌশলী নিশাত সিদ্দিক (সহধর্মিণী আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি), সাধারণ সম্পাদিকা দিলরুবা আলম (সহধর্মিণী মোঃ খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার উত্তর), উৎপাদন সম্পাদিকা সুবর্ণা আক্তার সম্পা (সহধর্মিণী খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস), পুনাক বিএমপি সদস্যা তাহমিনা এ্যানি (সহধর্মিণী রেজাউল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিএমপি ডিবি) সহ বিএমপির শীর্ষ কর্মকর্তাবৃন্দ।