ধানসিঁড়ি নিউজ।।গোপন সংবাদের ভিত্তিতে ২৮ নভেম্বর’২০২০ রাত ২০:২০ ঘটিকায় বিএমপি গোয়েন্দা বিভাগের সহকারি পুলিশ কমিশনার মোঃ রবিউল ইসলাম শামীম এবং পুলিশ পরিদর্শক কমলেশ চন্দ্র হালদার এর নেতৃত্বে,এসআই সুজিত কুমার গোমস্তা, এসআই রেহান উদ্দিন, এএসআই মোঃ ইছাহাক সহ সঙ্গীয় অফিসারবৃন্দ কোতয়ালী মডেল থানাধীন ১১নং ওয়ার্ডের বান্দ রোডস্থ বিআইপি গেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় মোঃ সোহাগ মোল্লা(৪০), পিং-মৃতঃ মোক্তার আলী মোল্লা, সাং-চরবালিগা, মোল্লা বাড়ি, ০৩নং ওয়ার্ড, ১০নং গারুলিয়া ইউনিয়ন, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল কে G-EPHIDRINE,Raltrox,Phenerex,Easium,Sedil.
মোট পাঁচ প্রকারের ৯০৫(নয়শত পাঁচ) এ্যাম্পুল বিভিন্ন প্রকারের নেশা জাতীয় ইনজেকশনসহ গ্রেফতার করেন।
এ সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।