অনলাইন ডেস্ক: সোমবার সকাল ৭টার দিকে তিনি নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন বলে দেওয়ানবাগ শরীফের (মিডিয়া) সৈয়দ মেহেদী হাসান জানিয়েছেন। তিনি বলেন, “সকালে আরামবাগ নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে উত্তরার আবাসিক হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তিনি মারা যান।”
মঙ্গলবার জোহর নামাজের পর মতিঝিল দেওয়ানবাগ শরীফে জানাজার পর বাংলাদেশ ব্যাংকের পেছনে কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাঁকে দাফন করা হবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর তিনি চার ছেলে, তিন মেয়ে রেখে গেছেন।
মাহাবুব সাহেব ১৯৪৯ সালের ১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ আবদুর রশিদ সরদার, মা সৈয়দা জোবেদা খাতুন। ছয় ভাই, দুই বোনের মধ্যে তিনি সবার ছোট।
তালশহর কারিমিয়া আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশোনা করেন তিনি