ধানসিঁড়ি নিউজ।। বিএমপি উপ-পুলিশ কমিশনার সদর আবু রায়হান মুহাম্মদ সালেহ্ অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি হওয়ায় বিএমপি কমিশনারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন।
গত ১৩ জানুয়ারি ২০২১ খ্রিঃ বিএমপি উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর আবু রায়হান মুহাম্মদ সালেহ্ অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি হওয়ায়, ১৭ জানুয়ারি ২০২১ খ্রিঃ পুলিশ কমিশনার কার্যালয়, বিএমপি সদরদপ্তর বরিশালে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয় তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন ।
এসময় অতিরিক্ত ডিআইজি পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহ্ পুলিশ কমিশনারকেও ফুলেল শুভেচ্ছা জানান।
এছাড়াও বিএমপি’র সকল বিভাগ সহ গণমাধ্যম ও সুশীল সমাজের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়।