ধানসিঁড়ি নিউজ।। গোপন সংবাদের ভিত্তিতে,বন্দর থানা বিএমপি’র অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদার এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক অপারেশন হরিদাস নাগ এসআই মোঃ সামসুল ইসলাম,এস আই সজল শাহা,এএস আই সুমন সহ সঙ্গীয় অভিযানিক টিমের অফিসারবৃন্দ বন্দর থানাধীন চরকাউয়া ২ নং ওয়ার্ডস্থ জনৈক জয়নাল কমিশনারের ঘের সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায়, মোঃ জাহিদুল ইসলাম(২৬) পিতা- মোঃ জাহাঙ্গীর মল্লিক সাং মুন্সির তাল্লুক থানা- উজিরপুর জেলা-বরিশাল। এ/পি-কালুশাহ সড়ক,কাজী বাড়ি,১৪ নং বিসিসি, থানা-কোতয়ালী জেলা- বরিশালকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং আসামী২। মোঃ বেল্লাল বালি(২৮) পিতা- মৃতঃ আঃ খালেক বালী সাং-কচুয়া থানা- উজিরপুর জেলা- বরিশাল। এ/পি- নবগ্রাম দক্ষিণ,আমির কুঠির মেথর পট্টি,লিটু মিয়ার বাসার ভাড়াটিয়া,১৫ নং ওয়ার্ড, থানা-কোতয়ালী জেলা- বরিশালকে ২০ পিস ইয়াবা ট্যবলেটসহ গ্রেফতার করেন।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।