নিউজ ডেস্ক // টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৬টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের ধনবাড়ী থানার কাছে পৌর এলাকার কয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— টাঙ্গাইল সদর উপজেলার আকুটাকুর পাড়ার পিকআপ চালক সোহেল (৩৫) এবং জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কাঁচামাল ব্যবসায়ী সুজন (৩৪)।
দুর্ঘটনার পর ধনবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়।
ফায়ার স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, জামালপুর থেকে মালবাহী ট্রাক ঘটনাস্থলে আসার পর বিপরীত দিক থেকে পিকআপটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দুটি টিম উদ্ধারকাজে অংশ নেয়। দুজনকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের দুজনের মৃত্যু হয়।
ধনবাড়ী থানার ওসি চান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।