সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে গেলেন মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আশিকুর রহমান।
টানা চারদিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুর খবরে শেবাচিম হাসপাতালের সকল পর্যায়ের চিকিৎসকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ডা. আশিকুর রহমান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪৩তম ব্যাচের ছাত্র এবং কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এমবিবিএস পাশ করে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অনারারি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
গত ১ এপ্রিল চেম্বারে রোগী দেখা শেষ করে মোটরসাইকেল যোগে বরিশালের মুলাদী উপজেলা থেকে ফেরার পথে দুর্ঘটনা কবলিত হন। তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করেন।
ডা. আশিকের মাথার আঘাতটি খুবই গুরুতর ছিলো। আঘাতের কারণে মস্তিকে রক্তক্ষরণ হয়েছে। তাই তাকে সুস্থ করে তুলতে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালের আইসিইউতে নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে মঙ্গলবার রাত সাড়ে ১২টায় না ফেরার দেশে চলে যান আশিক।
এরপর বুধবার সকাল ৯টায় তাকে তার গ্রামের বাড়ি শেরপুরে দাফন করা হয়েছে।