রোজ সোমবার, ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৯


					
				
এমবিবিএসে ভর্তি: জাতীয় মেধায় দ্বিতীয় আব্দুল্লাহ

এমবিবিএসে ভর্তি: জাতীয় মেধায় দ্বিতীয় আব্দুল্লাহ

নিউজ ডেস্ক : ২০২১-২২ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হয়েছেন রাজশাহী কলেজের আব্দুল্লাহ। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে প্রকাশিত ফলাফলে এমন তথ্য জানা গেছে। তার প্রাপ্তনম্বর ৯১.৫।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আব্দুল্লাহ বলেন, ‘আমি এই ফলাফলের যোগ্য ছিলাম না, সৃষ্টিকর্তা হয়তো আমাকে এই জায়গায় যোগ্য মনে করেছেন। রেজাল্ট শোনার পর কৃতজ্ঞতা স্বরূপ তাঁর কাছে সিজদাহ দিলাম। আমার রেজাল্ট শোনার পর মা-বাবা দুজনই খুশি হয়েছেন। বেশি খুশি হয়েছেন বাবা। আমি যখন হতাশ হয়ে যাই, তিনি সান্ত্বনা দেন।’

এ বছর এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭৯ হাজার ৩৩৭ জন। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।  

এর মধ্যে পাস করা ছেলের সংখ্যা ৩৪,৮৩৩ জন (৪৩.৯১%) এবং মেয়ের সংখ্যা ৪৪.৫০৪ জন (৫৬.০৯%)।

সরকারি মেডিকেল কলেজে সুযোগ প্রাপ্ত ছেলের সংখ্যা ১৮৮৫ জন (৪৪.৫৬%), মেয়ে ২৩৪৫ জন (৫৫.৪৪%)। 

তথ্যঃ মেডিভয়েস

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮

Md Saiful Islam