ধানসিঁড়ি নিউজ ডেস্ক //বরিশালে ০১ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ আটক ০১। গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা বিএমপির একটি চৌকস টিম ১৫ এপ্রিল ২০২২ সকাল ০৬টা ৩০ মিনিটে এয়ারপোর্ট থানাধীন ০২নং কাশিপুর ইউপি’র ০৮ নং ওয়ার্ডের বিল্ববাড়ী সাকিনের লাকুটিয়া সড়কস্থ মূখার্জীর পোল “মেসার্স সাইফুল ট্রেডার্স” নামক দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায়, ০১ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ মোঃ বশির হাওলাদার (৪২), পিতা- মৃতঃ মোসলেম হাওলাদার, মাতা- মৃতঃ রেনু বেগম, সাং- ফালাঘর রশিদ হাওলাদারের বাড়ী, ১২নং রঙ্গশ্রী ইউপি, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল, এ/পি- জনৈক মোস্তফা মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, ঝাউলাডি চৌরাস্তা, বেরীবাধ, কামরাঙ্গীরচর থানার পশ্চিম পাশে, থানা- কামরাঙ্গীরচর, জেলা-ঢাকাকে গ্রেফতার করেন।
এসময় অপর সহযোগী মোঃ জাহাঙ্গীর মুন্সি (৪৯), পিতা- মৃতঃ ফজলে আলী মুন্সি, মাতা- মৃতঃ রিজিয়া বেগম, সাং- সরদার বাড়ী, মুকুন্দপট্টি, ০২নং ওয়ার্ড, চরবাড়ীয়া ইউপি, থানা- কাউনিয়া, বিএমপি, বরিশাল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে