অনলাইন ডেস্কঃ বরিশাল সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডে অবৈধ স্থাপনা নির্মানের খবর পেয়ে পরিদর্শনে করতে গেলে বরিশাল সিটি কর্পোরশনের দুই রোড ইন্সেপক্টর জনাব রেজাউল কবির ও জনাব রানা হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার সন্ধ্যার দিকে নগরীর গড়িয়ারপার এলাকায় বসে স্থানীয় ৩০নং ওয়ার্ড কাউন্সিলর কালাম মোল্লা তাদের উপর এই হামলা চালায় বলে অভিযোগ করেছেন তাঁরা।
ঘটনার বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের রোড ইন্সপেক্টর রেজাউল কবির জানান, ‘‘অবৈধ স্থাপনা নির্মান হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার কিছু আগে আমি এবং রোড ইন্সপেক্টর রানা নগরীর গড়িয়ার পার এলাকায় ঘটনাস্থলে যাই। মহাসড়কের পাশে এমন অবৈধ স্থাপনা নির্মান কাজ আমরা বন্ধ করতে বলি। ঐ সময় ৩০নং ওয়ার্ড কাউন্সিলর কালাম মোল্লা আমাদের কাছে এসে কাজ বন্ধ না করার জন্য বলে। এক পর্যায়ে সে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। বিষয়টি আমরা উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।’’
এই বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের সচিব জনাব ইসরাইল হোসেন বলেছেন, ‘‘এই ধরণের কোনো অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে বিষয়টি সম্পর্কে পদক্ষেপ নেয়া সম্ভব হবে।’’