* স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ও মত বিনিময় সভা*
— মনিরুজ্জামান সোহেল
গতকাল শনিবার ২০ এপ্রিল উজিরপুর থানার ৬নং বড়াকোঠা ইউপি এলাকার বি কে মাধ্যমিক বিদ্যালয় এর স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর কমিটি সদ্স্যদের উদ্যোগে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ও মত বিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল। বরিশাল ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর কমিটি সহ অত্র স্কুল এর ছাত্র-ছাত্রী বৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যের মাধ্যমে জনসাধারনকে পুলিশী সেবা গ্রহন করার আহবান জানিয়ে বলেন, ইভটিজিং, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ এর কুফল সম্পর্কে সকলকে সচেতন হতে হবে। উজিরপুর থানাকে একটি মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদমুক্ত আদর্শ থানা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উপস্থিত সকলকে একজোট হয়ে কাজ করার জন্য গুরুত্বারোপ করেন।
এসময় ছাত্র ছাত্রী এবং স্থানীয় জনগন, প্রধান অতিথি সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাদের সাথে একজোট হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।