নিউজ ডেস্ক: বরিশাল নগরীর কাশিপুরে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (০৫ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় কাশিপুর বাজার সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাশিপুর এলাকার বাসিন্দা মিজান জোমদ্দারের ছেলে হাসেম (৪০) ও এয়ারপোর্ট থানাধীন এলাকার বাসিন্দা আঃ রব হাওলাদারের স্ত্রী সালেহা বেগম (৫৫)।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম জানান, একটি প্রাইভেটকার একটি অটোরিক্সাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ২ জনকে উদ্ধার করে বরিশাল-শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সালেহা বেগমকে মৃত ঘোষনা করেন এবং হাসেমকে চিকিৎসার জন্য ওয়ার্ডে পাঠান।
হাসপাতালের ওয়ার্ড মাষ্টার রাশেদুল ইসলাম জানান, হাসেমকে ওয়ার্ডে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। উভয়ের মরদেহ হাসপাতালের লাশ রাখা কক্ষে প্রেরণ করা হয়েছে।
                                         শিরোনাম :  
                                    
                            
                                - হোম
 - Uncategorized
 - কাশিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
 
কাশিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
-    
																	
																বার্তা কক্ষ								   - আপডেট সময় : ০৫:০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯
 - ২৯১ বার পড়া হয়েছে
 
                                 ট্যাগস :  
                                                            
							
                            
                                      জনপ্রিয় সংবাদ                                
                                
																			







