নিজস্ব প্রতিবেদনঃ বরিশালে কিশোর গ্যাং বা কিশোর সন্ত্রাসী প্রশ্নে জিরো টলারেন্স প্রদশর্নের কথা ব্যক্ত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব শাহাবুদ্দিন খান বিপিএম বার মহোদয়। বিশেষ ভাবে উল্লেখ্য গতকয়েকদিন আগে কিশোর সন্ত্রাসী তথা কিশোর গ্যাং এর উৎপাতে স্কুলের ছাত্রীরা ঠিকভাবে স্কুলে যেতে পারত না। পাড়ার মোড়ে, স্কুলের মোড়ে দাড়িঁয়ে টিজ করাসহ নানা ভাবে বিরক্ত করত। এদের অত্যাচার থেকে মুক্তি পায়নি পথচারী ও বৃদ্ধরাও । তারা তাদের বাইকের গতি এবং হর্নের আওয়াজে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করে চলে। কারো কিছু বলার সাহস ছিল না। সঠিক সময়ে ত্রাতা হিসেবে সঠিক পদক্ষেপ নিয়েছেন বরিশালের সুযোগ্য পুলিশ কমিশনার জনাব শাহাবুদ্দিন খান বিপিএম বার এ বিষয়ে অত্যন্ত গুরুত্বারুপ করে এ বিষয়ে কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য মেট্রোপলিটন পুলিশকে নির্দেশনা প্রদান করেছেন। তিনি দ্ব্যার্থহীন কন্ঠে ঘোষনা দিয়েছেন বরিশালে কোন কিশোর গ্যং থাকেবে না। এ জাতীয় গ্যাং স্ব-মূলে উৎখাতের কঠোর নির্দেশনা দিয়েছেন সকল পুলিশ সদস্যদের।
উক্ত নির্দেশনার ফলে বিএমপি পুলিশ কিছুদিন পূর্ব থেকেই কিশোর গ্যংদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। উক্ত অভিযানের ফলে কোতয়ালী থানা পুলিশের একটি চৌকস দল সহকারী পুলিশ কমিশনার জনাব সাহেদ আহম্মেদ চৌধুরী এবং পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব আসাদুজ্জামান এর নেতৃত্বে কোতয়ালী থানা পুলিশ এর একটি চৌকস দল অভিযান পরিচালনা করে গত রাতে কিশোর গ্যাং এর ০৩ সদস্য’কে গ্রেফতার করেন।
তাহাদের নাম যথাক্রমে ১। মোঃ জাহিদুল ইসলাম সুজন (১৯), পিতা-মোঃ মকবুল আহম্মদে, মাতা-মোসাঃ মনিরা বেগম, স্থায়ী সাং-ইন্দ্রকুল, রাঢ়ী বাড়ী, র্সুয্যমনি ইউপি , থানা-বাউফল, জেলা-পটুয়াখালী, র্বতমান সাং-সাগরদী, ধান গবষেনা রোড, দারোগা বাড়ী, ২৪নং ওর্য়াড, থানা-কোতয়ালী,বরিশাল, আসামী ২। আব্দুল হাদী (১৯), পিতা-মোঃ নাসির হোসন, স্থায়ী : গ্রাম-ডামুড্যা, থানা-ডামুড্যা, জেলা-শরীয়তপুর, র্বতমান : র্জডন রোড, আনিচুর রহমানরে ভাড়াটিয়া ১০নং ওর্য়াড, থানা-কোতয়ালী, বরিশাল ও তদন্তে প্রকাশিত আসামী ৩। মোঃ তারিকুল ইসলাম আবির (১৯), পিতা মোঃ জানে আলম, মাতা-শিল্পী আক্তার, সাং-সুন্দরকাঠী, গোমা, দুধল ইউপি ,থানা-বাকরেগঞ্জ, জেলা-বরিশাল। তাহারা গত ০৩/১০/২০১৯ খ্রিঃ তারিখ ভিকটিম তরিকুল ইসলাম (১৭) কে কোপাইয়া মারাত্বকভাবে আহত করে। তাহাদের বিরুদ্ধে কোতয়ালী থানার মামলা নং-১৯, জিআর/৯১০/২০১৯, তারখি-০৪ অক্টো ২০১৯; সময়-১৬:৩০ ঘটিকা ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬ পেনাল কোড-১৮৬০ রুজু করা হইয়াছে।
কিশোর গ্যাং এর অন্যান্য সদস্যদের গ্রেফতার এর অভিযান অব্যাহত আছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর পক্ষ থেকে বলা হয়েছে কিশোর গ্যাং এর সহিত জড়িত সকল সদস্যকে আইনের আওতায় আনা হবে। কেহই রেহাই পাবে না। এই অভিযান অব্যাহত থাকবে। তবে কিশোররা যাহাতে অপরাধের সহিত জড়িত হতে না পারে সে জন্য সকল অভিভাবকদের সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।