নিউজ ডেস্ক: বরিশাল পুলিশ লাইন্সে সুইসাইড নোট লিখে নিজের মাথায় নিজে গুলি করে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (০৬ মার্চ) দুপুরের দিকে নগরীর পুলিশ লাইন্সে নতুন উদ্বোধন হওয়া ছয় তলা ব্যারাক ভবনের ছাদে এই ঘটনা ঘটে বলে জানাগেছে।
নিহত পুলিশ সদস্য নাম হৃদয় দাস (২২)। সে বরিশাল জেলা পুলিশে কনস্ট্রাবল পদে কর্মরত ছিলেন বলে বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সকলের অগোচরে হৃদয় ব্যারাকের ছাদে উঠে নিজের নামে ইস্যুকৃত রাইফেল দিয়ে নিজের মাথায় নিজে গুলি করে আত্মহত্যা করে বলে শোনা যাচ্ছে।
পরে তাকে উদ্ধার করে বিভাগীয় পুলিশ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক হৃদয়কে মৃত বলে ঘোষণা করেন। তবে কি করণে আত্মহত্যা সেটা জানা যায়নি। অবশ্য মৃত্যুর পূর্বে একটি সুইসাইড নোট লিখে গেছে হৃদয়। তবে সেটা এখনো পড়ে দেখা হয়নি।
শিরোনাম :
- হোম
- Uncategorized
- সুইসাইড নোট লিখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
সুইসাইড নোট লিখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
-
বার্তা কক্ষ
- আপডেট সময় : ০৩:৫১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০
- ১২৫৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ