নিউজ ডেস্ক: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় যাত্রীবাহী বাস ও রড বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।
শনিবার বিকাল ৪টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই বাসযাত্রী। তাদের মধ্যে রাফিজা নামে চার মাস বয়সী একটি শিশু রয়েছে। বাকি চারজনের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী।
আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় মানুষ উদ্ধার কাজে অংশগ্রহণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা ট্রাকটির সাথে খুলনা থেকে মাদারীপুরগামী বাসটির মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম জানান, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হন। অন্য দুজন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান।
শিরোনাম :
- হোম
- Uncategorized
- বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষে হতাহতের ঘটনা
বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষে হতাহতের ঘটনা
-
বার্তা কক্ষ
- আপডেট সময় : ০৭:৩৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
- ২৬৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ