অনলাইন নিউজঃ আট হাজার পিস ইয়াবা ও দুই কেজি গাঁজাসহ ঠাকুরগাঁও কোর্ট পুলিশের এসআই হেলাল উদ্দিন প্রামানিক ও পীরগঞ্জ থানার ঝাড়ুদার মানিককে আটক করেছে ডিবি পুলিশ।
রবিবার দুপুরে পীরগঞ্জ থানার একটি পরিত্যক্ত কোয়ার্টারে অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করে। পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান জানান, ঠাকুরগাঁও কোর্টে পুলিশের এসআই হেলাল উদ্দিন প্রামানিক দীর্ঘদিন ধরে পীরগঞ্জসহ আশেপাশের উপজেলা রাণীশংকৈল ও হরিপুরে মাদক ব্যবসা করে আসছিলো। এর আগে থানা পুলিশ স্বল্প ইয়াবাসহ তাকে আটক করলেও সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় তাকে ছেড়ে দেয় হয়। কিন্তু পুলিশের সন্দেহ তার ওপর থেকে যায়। তাই পুলিশের গোয়েন্দা শাখা তার ওপর নজর রাখতে শুরু করে। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার একটি কোয়ার্টারে অভিযান চালিয়ে এসআই হেলাল ও পীরগঞ্জ থানার ঝাড়ুদার মানিককে মাদকদ্রব্যসহ হাতে নাতে আটক করে ডিবি পুলিশ।
তারা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত বলে বিভিন্ন প্রমাণ পাওয়া গেছে। তাদের দুজনকে আটকের পর প্রথমে পীরগঞ্জ থানায় নেয়া হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ঠাকুরগাঁও সদর থানায় আনা হয়েছে। এ ব্যপারে মামলার প্রক্রিয়া চলছে।
তিনি আরো বলেন, আইন সবার জন্য সমান। অপরাধী যেই হোক না কেন, জেলা পুলিশ কাউকে ছাড় দেবে না। তদন্তের স্বার্থে এই মুহূর্তে আর বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না। জিজ্ঞাসাবাদের পর সংবাদ সন্মেলনের মাধ্যমে আরো বিস্তারিত জানানো হবে।