ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ঝালকাঠি থেকে ঢাকাগামী পরিবহন চলাচল বন্ধ

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ১২:৪০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০১৯
  • ৫০৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

ঝালকাঠি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের দাবি পূরণ না হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচটি রুটের ঢাকাগামী পরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রুটগুলো হচ্ছে পিরোজপুরের, ভান্ডারিয়া, মঠবাড়িয়া, বরগুনার পাথরঘাটা, ঝালকাঠির কাঁঠালিয়ার আমুয়া ও বেকুটিয়া। এ কারণে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ঝালকাঠি পর্যন্ত দেশের সকল দূরপাল্লার পরিবহনের গাড়ি এলেও ঝালকাঠি থেকে কোন গাড়ি যেতে দেওয়া হয়নি এসব রুটে। এতে বুধবার রাত থেকে চরম দুর্ভোগে পড়েছে এই রুটের ঢাকাগামী যাত্রীরা।
জানা যায়, গত ১৫ জুন থেকে ঝালকাঠি বাস মালিক সমিতির কাছ থেকে অতিরিক্ত চাঁদা আদায় ও এক বাস চালককে মারধরের জের ধরে ৭টি রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেয় ঝালকাঠি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। সেই থেকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক সড়কের রায়াপুর নামক স্থানে ঝালকাঠির অস্থায়ী বাসস্ট্যান্ড স্থাপন করে বাস চলাচল করছে। সেখান থেকে ইজিবাইক ও মাহেন্দ্রতে চড়ে যাত্রীদের তিন কিলোমিটার দূরে বরিশাল রূপাতলী যেতে হচ্ছে। এর মধ্যে আবার ঝালকাঠি থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচটি রুটের ঢাকাগামী গাড়ি বন্ধ করে দেওয়ায় যাত্রীরা পরেছে চরম দূর্ভোগে।
বুধবার রাত থেকে ঝালকাঠি জেলা বাস মালিক সমিতি ও বাস শ্রমিক ইউনিয়ন ঢাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার পরিবহন ঝালকাঠি পেট্রোল পাম্প এলাকায় এলে বাস শ্রমিকরা যাত্রী নামিয়ে গাড়িগুলো ঝালকাঠি বাস টার্মিনালে রেখে দিচ্ছে। এ বিষয়ে ঝালকাঠি বাসস্ট্যান্ডের দূর পাল্লার পরিবহন সাকুরা গাড়ির কাউন্টার পরিচালক রফিকুল ইসলাম বলেন, ‘জেলা বাস মালিক সমিতি ও বাস শ্রমিক ইউনিয়ন ঢাকার গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচটি রুটের কাউন্টার থেকে টিকেট দেওয়া বন্ধ রয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশের উপর মহলে বড় ধরনের রদবদল

ঝালকাঠি থেকে ঢাকাগামী পরিবহন চলাচল বন্ধ

আপডেট সময় : ১২:৪০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০১৯

অনলাইন ডেস্ক:

ঝালকাঠি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের দাবি পূরণ না হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচটি রুটের ঢাকাগামী পরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রুটগুলো হচ্ছে পিরোজপুরের, ভান্ডারিয়া, মঠবাড়িয়া, বরগুনার পাথরঘাটা, ঝালকাঠির কাঁঠালিয়ার আমুয়া ও বেকুটিয়া। এ কারণে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ঝালকাঠি পর্যন্ত দেশের সকল দূরপাল্লার পরিবহনের গাড়ি এলেও ঝালকাঠি থেকে কোন গাড়ি যেতে দেওয়া হয়নি এসব রুটে। এতে বুধবার রাত থেকে চরম দুর্ভোগে পড়েছে এই রুটের ঢাকাগামী যাত্রীরা।
জানা যায়, গত ১৫ জুন থেকে ঝালকাঠি বাস মালিক সমিতির কাছ থেকে অতিরিক্ত চাঁদা আদায় ও এক বাস চালককে মারধরের জের ধরে ৭টি রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেয় ঝালকাঠি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। সেই থেকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক সড়কের রায়াপুর নামক স্থানে ঝালকাঠির অস্থায়ী বাসস্ট্যান্ড স্থাপন করে বাস চলাচল করছে। সেখান থেকে ইজিবাইক ও মাহেন্দ্রতে চড়ে যাত্রীদের তিন কিলোমিটার দূরে বরিশাল রূপাতলী যেতে হচ্ছে। এর মধ্যে আবার ঝালকাঠি থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচটি রুটের ঢাকাগামী গাড়ি বন্ধ করে দেওয়ায় যাত্রীরা পরেছে চরম দূর্ভোগে।
বুধবার রাত থেকে ঝালকাঠি জেলা বাস মালিক সমিতি ও বাস শ্রমিক ইউনিয়ন ঢাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার পরিবহন ঝালকাঠি পেট্রোল পাম্প এলাকায় এলে বাস শ্রমিকরা যাত্রী নামিয়ে গাড়িগুলো ঝালকাঠি বাস টার্মিনালে রেখে দিচ্ছে। এ বিষয়ে ঝালকাঠি বাসস্ট্যান্ডের দূর পাল্লার পরিবহন সাকুরা গাড়ির কাউন্টার পরিচালক রফিকুল ইসলাম বলেন, ‘জেলা বাস মালিক সমিতি ও বাস শ্রমিক ইউনিয়ন ঢাকার গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচটি রুটের কাউন্টার থেকে টিকেট দেওয়া বন্ধ রয়েছে।