শাওন অরন্য: বরিশালে দুই দিনব্যাপী শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠান হল গতকাল। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস সভাপতিত্ব করেন সমাপনী অনুষ্ঠানের। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পংকজ রায় চৌধুরী। মঙ্গলবার নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে সমাপনী অনুষ্ঠানে অতিথিদের অংশগ্রহণে শিশু বিষয়ক আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক। দুই দিনব্যাপী শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসবে শিশু সমাবেশ ও প্রদর্শনী, চিত্রাংকন প্রতিযোগিতা, শিশু নাট্য প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, শিশুদের মেধার বিকাশ হওয়া খুব জরুরী তাই শিশুদের মেধা বিকাশে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
শিরোনাম :
- হোম
- Uncategorized
- বরিশালে শেষ হল শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসব
বরিশালে শেষ হল শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসব
- বার্তা কক্ষ
- আপডেট সময় : ০৬:০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯
- ৩৬৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ