অনলাইন ডেস্কঃ শ্রীলঙ্কায় মর্মান্তিক হামলায় ২৯০ জন নিহত হওয়ার পর দেশটিতে মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দফতর বলছে, শ্রীলঙ্কায় আরও সন্ত্রাসী হামলা হতে পারে। সোমবার এমন আশঙ্কার কথা জানায় তারা। এজন্য সকল মার্কিন নাগরিগদের শ্রীলঙ্কা ভ্রমণে সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দফতরের জারি করা ওই সতর্কতায় বলা হয়েছে, কোনো ধরনের আগাম বার্তা ছাড়াই পর্যটন এলাকা, ধর্মীয় স্থাপনা, গণপরিবহন, মার্কেট কিংবা শপিং মল, হোটেল, বিমানবন্দর, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও অন্যান্য জনবহুল এলাকায় যেকোনো সময় সন্ত্রাসী হামলা হতে পারে।