ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

লকডাউন বাস্তবায়নে প্রতিটি পয়েন্টে নজরদারি আরো বৃদ্ধি করতে হবে: আইজিপি

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ১১:৩১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০
  • ২৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করার জন্য বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মানুষকে ঘরে রাখা, তাদের বিপদে আপদে যে কোনো প্রয়োজনে, যে কোনো সময়ে ছুটে চলছে এপ্রান্ত থেকে ওপ্রান্তে পুলিশ সদস্যরা। দেশের এই দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য যেভাবে দেশ ও দেশের মানুষের জন্য মানবিক পুলিশ হিসেবে কাজ করে যাচ্ছে তা বিশ্বের যে কোনো দেশের জন্য উদাহরণ হয়ে থাকবে বলে মনে করেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ (বিপিএম) বার।

শনিবার সকাল ১১টায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের সাথে এক ভিডিও কনফারেন্সে ড. বেনজীর আহমেদ (বিপিএম) বার বলেন, দেশের এই সংকটকালীন মুহূর্তে যারা দিন আনে দিন খায় অর্থাৎ হতদরিদ্র মানুষ, তাদের কার্যক্রম (জীবিকার ব্যবস্থা) যেন বাধাগ্রস্ত না হয়, যেন বন্ধ হয়ে না যায়। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যেন কোনোভাবেই বৃদ্ধি না পায়, সে লক্ষ্যে নিয়মিত বাজার নজরদারি করতে হবে এবং প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নিতে হবে।
দেশে চলমান লকডাউন বাস্তবায়নের জন্য প্রতিটি এন্ট্রি ও এক্সিট পয়েন্টে সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশের এমন অবদানের ভূয়সী প্রশংসা করে দেশের মানুষ, বিভিন্ন দেশের পুলিশ বাহিনী এবং বিশ্বমিডিয়া, এতে আমি গর্বিত। তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আরও বলেন, “আপনারা আমার অধীনস্থ নন, আপনারা আমার সহকর্মী। তাই আপনাদেরকে সাথে নিয়ে আমি এখন থেকে বাংলাদেশ পুলিশকে একটি দুর্নীতিমুক্ত, দক্ষ, স্মার্ট, প্রযুক্তি নির্ভর ও সর্বোপরি মানবিক পুলিশ বাহিনী হিসেবে গড়ে তুলতে চাই, যাঁরা দেশ ও জনগণের পাশে পাশে থাকবে সর্বদা। কৃষি কার্যক্রমে, ফসল উৎপাদনে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। বাড়ির আঙিনা, বাড়ির ছাদ, থানা ভবনের ছাদ, পুলিশ ফাঁড়ির আঙ্গিনা সহ সম্ভাব্য সকল স্থানে আমাদেরকে সব্জি চাষ করতে হবে। যাহাতে ভবিষ্যতের খাদ্য সংকট মোকাবেলায় আমরা অবদান রাখতে পারি। সেজন্য সবাইকে একযোগে কাজ করার আহবান জানান পুলিশের নবনিযুক্ত এই মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ (বিপিএম) বার।

ভিডিও কনফারেন্সে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান সহ বিএমপি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা যুক্ত হয়ে মতামত প্রদান করেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

লকডাউন বাস্তবায়নে প্রতিটি পয়েন্টে নজরদারি আরো বৃদ্ধি করতে হবে: আইজিপি

আপডেট সময় : ১১:৩১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করার জন্য বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মানুষকে ঘরে রাখা, তাদের বিপদে আপদে যে কোনো প্রয়োজনে, যে কোনো সময়ে ছুটে চলছে এপ্রান্ত থেকে ওপ্রান্তে পুলিশ সদস্যরা। দেশের এই দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য যেভাবে দেশ ও দেশের মানুষের জন্য মানবিক পুলিশ হিসেবে কাজ করে যাচ্ছে তা বিশ্বের যে কোনো দেশের জন্য উদাহরণ হয়ে থাকবে বলে মনে করেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ (বিপিএম) বার।

শনিবার সকাল ১১টায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের সাথে এক ভিডিও কনফারেন্সে ড. বেনজীর আহমেদ (বিপিএম) বার বলেন, দেশের এই সংকটকালীন মুহূর্তে যারা দিন আনে দিন খায় অর্থাৎ হতদরিদ্র মানুষ, তাদের কার্যক্রম (জীবিকার ব্যবস্থা) যেন বাধাগ্রস্ত না হয়, যেন বন্ধ হয়ে না যায়। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যেন কোনোভাবেই বৃদ্ধি না পায়, সে লক্ষ্যে নিয়মিত বাজার নজরদারি করতে হবে এবং প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নিতে হবে।
দেশে চলমান লকডাউন বাস্তবায়নের জন্য প্রতিটি এন্ট্রি ও এক্সিট পয়েন্টে সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশের এমন অবদানের ভূয়সী প্রশংসা করে দেশের মানুষ, বিভিন্ন দেশের পুলিশ বাহিনী এবং বিশ্বমিডিয়া, এতে আমি গর্বিত। তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আরও বলেন, “আপনারা আমার অধীনস্থ নন, আপনারা আমার সহকর্মী। তাই আপনাদেরকে সাথে নিয়ে আমি এখন থেকে বাংলাদেশ পুলিশকে একটি দুর্নীতিমুক্ত, দক্ষ, স্মার্ট, প্রযুক্তি নির্ভর ও সর্বোপরি মানবিক পুলিশ বাহিনী হিসেবে গড়ে তুলতে চাই, যাঁরা দেশ ও জনগণের পাশে পাশে থাকবে সর্বদা। কৃষি কার্যক্রমে, ফসল উৎপাদনে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। বাড়ির আঙিনা, বাড়ির ছাদ, থানা ভবনের ছাদ, পুলিশ ফাঁড়ির আঙ্গিনা সহ সম্ভাব্য সকল স্থানে আমাদেরকে সব্জি চাষ করতে হবে। যাহাতে ভবিষ্যতের খাদ্য সংকট মোকাবেলায় আমরা অবদান রাখতে পারি। সেজন্য সবাইকে একযোগে কাজ করার আহবান জানান পুলিশের নবনিযুক্ত এই মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ (বিপিএম) বার।

ভিডিও কনফারেন্সে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান সহ বিএমপি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা যুক্ত হয়ে মতামত প্রদান করেন।