নিউজ ডেস্কঃগ্রিন রোডে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ দে নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
ডা. পলাশ দে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী। দুর্ঘটনার পরপরই তাকে ক্রিসেন্ট গ্যাস্টোলিভার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আ হ ম আছাদুজ্জামান বলেন, ‘বিকেল সাড়ে চারটার দিকে প্রচণ্ড বৃষ্টির মধ্যে সুমন দে (২৪) রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় সড়কের পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তার মরদেহ গ্রিন লাইফ হাসপাতালে পাঠানো হয়েছে।’ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
Desing & Developed BY ধানসিঁড়ি আইটি