বিএমপি’র অভিযানে ২৫(পঁচিশ) পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ০২ (দুই)
গোপন সংবাদের ভিত্তিতে বিএমপি গোয়েন্দা বিভাগের সহকারি পুলিশ কমিশনার(ডিবি)/ মোঃ রবিউল ইসলাম শামীম এবং পুলিশ পরিদর্শক এইচ এম আব্দুর রহমান মুকুল পিপিএম নেতৃত্বে এসআই সুজিত কুমার গোমস্তা সহ সঙ্গীয় অফিসারবৃন্দ ০১ ফেব্রুয়ারি ২০২১ খ্রিঃ তারিখ ১৫.৩০ ঘটিকার সময় কোতোয়ালি মডেল থানাধীন ১৩নং ওয়ার্ডস্থ সাগরদী সিকদার পাড়া রোড এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায়, কোতোয়ালি মডেল থানাধীন ১৩ নং ওয়ার্ডস্থ সাগরদী শিকদার পাড়ার আঃ রশিদ দুরাণীর ছেলে মোঃ সাইফুল ইসলাম সোহাগ(৩০) এবং ০৬ নং ওয়ার্ডস্থ দপ্তরখানা গগণগলীর মোঃ নুরু শিকদারের ছেলে তৌফিক হাসান রাজন(২৮) দের ২৫(পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
ধৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
																			 বার্তা কক্ষ
																বার্তা কক্ষ								 







