ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

খালে বিষ প্রয়োগে মাছ মারা হচ্ছে: পরিবেশ হুমকীর মুখে

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৬:০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯
  • ৩৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি ঝালকাঠী জেলার রাজারপুর থানার বিভিন্ন ছোটো ছোটো খালের পানিতে বিষ প্রয়োগ করে মাছ ধরার একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে।

ঘটনার বিবরণের প্রকাশ: প্রতি চন্দ্র মাসের ষষ্ঠী-৯মী তিথিতে মাঝ রাতে (১টা/২টা) এলাকা ভিত্তিক কতিপয় দুর্বৃত্ত বিভিন্ন খালের পানিতে বিষ প্রয়োগ করে। এতে মাছসহ সকল জলজ প্রাণী আধমড়া হয়ে খালের পাড়ে চলে আসে। তখন দুর্বৃত্তরা প্রয়োজনীয় মাছ ধরে নিয়ে যায়। অন্যান্য ছোট মাছ ও জলজ প্রাণী মড়ে যায়। জানা গেছে, এলাকা ভিত্তিক জেলেদের সহযোগিতায় তারা এই কাজ করে থাকে।
রাজাপুর থানার সাকরাইল গ্রামের বলারজোড় হাটে স্থানীয় একাধিক অধিবাসীর সাথে কথা বলে খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা আবুল হাসান বলেন, কয়েক মাস যাবৎ বিভিন্ন এলাকার খালে বিষ প্রয়োগ করে মাছ মারা হচ্ছে। যারা এগুলো করছে তাদের চিনলেও নাম প্রকাশ করা যাচ্ছে না। কারণ, তারা প্রভাবশালীদের আত্মীয়স্বজন বা তাদের ছত্রছায়ায় থেকে এধরণের কাজ করে থাকে। তিনি আরও বলেন, স্থানীয় ইউপি মেম্বর ও চৌকিদারই পারেন এদের সনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে। আবুল হাসান বলেন, তিনি এবিষয় নিয়ে তার ওয়ালে একাধিকবার পোস্ট করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু কোনো কাজ হয়নি।

এলাকাবাসী মনেকরেন, বিষ প্রয়োগে খালের মাছ মারা বন্ধ করা না গেলে প্রাকৃতিক উপায়ে সৃষ্ট দেশীয় মাছের ভয়াবহ আকাল দেখা দিবে। পরিবেশের উপর পড়বে এক বিরূপ প্রতিক্রিয়া। তাই তারা আশা করছেন, বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হবে এবং তাঁরা অচিরেই এটা বন্ধের প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।

আবুল হাসানের টাইমলাইনে পোস্টের লিংক
https://www.facebook.com/100001726713949/posts/2526397364094463/?app=fbl

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশের উপর মহলে বড় ধরনের রদবদল

খালে বিষ প্রয়োগে মাছ মারা হচ্ছে: পরিবেশ হুমকীর মুখে

আপডেট সময় : ০৬:০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি ঝালকাঠী জেলার রাজারপুর থানার বিভিন্ন ছোটো ছোটো খালের পানিতে বিষ প্রয়োগ করে মাছ ধরার একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে।

ঘটনার বিবরণের প্রকাশ: প্রতি চন্দ্র মাসের ষষ্ঠী-৯মী তিথিতে মাঝ রাতে (১টা/২টা) এলাকা ভিত্তিক কতিপয় দুর্বৃত্ত বিভিন্ন খালের পানিতে বিষ প্রয়োগ করে। এতে মাছসহ সকল জলজ প্রাণী আধমড়া হয়ে খালের পাড়ে চলে আসে। তখন দুর্বৃত্তরা প্রয়োজনীয় মাছ ধরে নিয়ে যায়। অন্যান্য ছোট মাছ ও জলজ প্রাণী মড়ে যায়। জানা গেছে, এলাকা ভিত্তিক জেলেদের সহযোগিতায় তারা এই কাজ করে থাকে।
রাজাপুর থানার সাকরাইল গ্রামের বলারজোড় হাটে স্থানীয় একাধিক অধিবাসীর সাথে কথা বলে খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা আবুল হাসান বলেন, কয়েক মাস যাবৎ বিভিন্ন এলাকার খালে বিষ প্রয়োগ করে মাছ মারা হচ্ছে। যারা এগুলো করছে তাদের চিনলেও নাম প্রকাশ করা যাচ্ছে না। কারণ, তারা প্রভাবশালীদের আত্মীয়স্বজন বা তাদের ছত্রছায়ায় থেকে এধরণের কাজ করে থাকে। তিনি আরও বলেন, স্থানীয় ইউপি মেম্বর ও চৌকিদারই পারেন এদের সনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে। আবুল হাসান বলেন, তিনি এবিষয় নিয়ে তার ওয়ালে একাধিকবার পোস্ট করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু কোনো কাজ হয়নি।

এলাকাবাসী মনেকরেন, বিষ প্রয়োগে খালের মাছ মারা বন্ধ করা না গেলে প্রাকৃতিক উপায়ে সৃষ্ট দেশীয় মাছের ভয়াবহ আকাল দেখা দিবে। পরিবেশের উপর পড়বে এক বিরূপ প্রতিক্রিয়া। তাই তারা আশা করছেন, বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হবে এবং তাঁরা অচিরেই এটা বন্ধের প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।

আবুল হাসানের টাইমলাইনে পোস্টের লিংক
https://www.facebook.com/100001726713949/posts/2526397364094463/?app=fbl