নিউজ ডেস্ক: বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের হোস্টেল থেকে ইয়াবাসহ রিফাত খান রন্টি নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে কলেজের এফএম নূর উর রফি ইন্টার্ন হোস্টেলে কর্তৃপক্ষের উপস্থিতিতে অভিযান চালায় পুলিশ।
এ সময় হোস্টেলের তৃতীয় তলার ৩০৩ নম্বর কক্ষ থেকে ৫২০ পিস ইয়াবাসহ রন্টিকে আটক করা হয়। পাশাপাশি দুটি চাকু ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার মো. রাসেল বলেন, ‘হোস্টেল থেকে আটক রন্টির কাছে ইয়াবা সেবনের সরঞ্জামও জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’
বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের হোস্টেল থেকে জব্দকৃত ইয়াবা ও সেবনের সরঞ্জাম। ছবি : এনটিভি
বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে হোস্টেলে যান তিনি। এরপর ৩০৩ নম্বর রুমে অবৈধ একজনের উপস্থিতি দেখে তিনি থানায় খবর দিলে পুলিশ তাকে ইয়াবাসহ আটক করে।
মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বলেন, ‘মাদক গ্রহণ বা ব্যবসার সঙ্গে হোস্টেলের ইন্টার্ন চিকিৎসকরা জড়িত কি না, তা তদন্তের পর বলা যাবে।
শিরোনাম :
বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের হোস্টেল থেকে ইয়াবাসহ আটক ১
-
বার্তা কক্ষ
- আপডেট সময় : ১০:৪৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
- ২৫৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ