শাওন অরন্য
বাকেরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধূবী রায় বেদে সম্প্রদায়ের ভ্রাম্যমান স্কুল পরিদর্শন করেছেন।
আজ ২৭ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) যুব সংগঠন ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটি কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান স্কুল কার্যক্রম পরিদর্শন করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধূবী রায়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ দেলোয়ার হোসাইন, উপজেলা সমবায় অফিসার মোঃ রিয়াদ হোসেন এবং বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আল আমিন মিরাজ সহ আরো অনেকে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ডিপেন্ডবল ইয়ূথ সোসাইটির সভাপতি শাহরিয়ার রিজভী, সাধারন সম্পাদকআল আমিন । অন্যান্ন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মশিউর রহমান,মোসাঃ লামিয়া আক্তার,টিনা খানম,জাহিদুল ইসলাম,সজিব চন্দ্র শীল,মেহেদি হাসান,বাবলি আক্তার,জান্নাতুল ফেরদৌসি,মিতু আক্তারসহ আরো অনেকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধূবী রায় নিজে এই শিশুদের লেখা শিখান। তিনি বলেন বেদে সম্প্রদায়ের জন্য ভ্রাম্যমান স্কুল তৈরি করা একটি চমৎকার উদ্যোগ। আশা করি এর ধারাবাহিকতা বজায় থাকবে।
ডিপেন্ডবল ইয়ূথ সোসাইটির সভাপতি শাহরিয়ার রিজভী বলেন, মুজিব বর্ষকে সামনে রেখে ভাষার মাসে অক্ষর জ্ঞান হোক সবার জন্য এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।
উল্লেখ্য, গতকাল ২৬ ফেব্রুয়ারি বরিশাল জেলাস্থ বাকেরগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ নামক স্থানে তুলাতলা ব্রীজের পাদদেশে আশ্রয় নেওয়া ১২ টি বেদে পরিবারের ২০ টি শিশুকে নিয়ে ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটি এর সদস্যরা এই পাঠদান কার্যক্রম শুরু করে। এই পাঠদান কার্যক্রম চলবে ১২ দিন ব্যাপী।