ধানসিঁড়ি নিউজঃ
টিকে গ্রুপের পুষ্টি সয়াবিন তেলের
বাজারে বেশ চাহিদা থাকায় তারা মেয়াদোত্তীর্ণ তেল পুনরায় নতুন বোতলে বাজারজাত করে আসছে, বিএসটিআই এর সহযোগিতায় র্যাবের আকস্মিক অভিযানে হাতেনাতে সে রকমই প্রমাণ মিলেছে পুষ্টির তেল প্রস্তুতের কারখানায়।
রোববার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার কাঁচপুর ব্রিজসংলগ্ন সুপার অয়েল রিফাইনারি লিমিটেডে (পুষ্টি সয়াবিন তেল প্রস্তুতকারক)’র কারখানায় অভিযান চালালে এ তথ্য উদ্ঘাটন হয় বলে জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। বাজারের অবিক্রিত মেয়াদোত্তীর্ণ তেল ফেরত এনে পাইপলাইনে ঢুকিয়ে নতুন করে বোতলজাত করা ও কোয়ালিটি কন্ট্রোল ল্যাবের (কিউসি ল্যাব) ৮০ ভাগ রাসায়নিক পদার্থের মেয়াদোত্তীর্ণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৭৫ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
শিরোনাম :
মেয়াদোত্তীর্ণ তেল নতুন বোতলে ভরে বাজারজাত করায় পুষ্টির ৭৫ লাখ টাকা জরিমানা।
- বার্তা কক্ষ
- আপডেট সময় : ০৮:৩৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯
- ৬৩৯ বার পড়া হয়েছে
ট্যাগস :