টাঙ্গাইলে নতুন করে আরও ৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে সখীপুর উপজেলায় ৪ জন ও গোপালপুর উপজেলায় ১ জন রয়েছেন। এ নিয়ে জেলায় ১৮ জনের দেহে করোনার ভাইরাসে শনাক্ত হল।
শুক্রবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ১১৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। তার মধ্যে রাতেই ৫ জনের ফলাফল পজেটিভ আসে।
আক্রান্তদের চারজন সখীপুর ও একজন গোপালপুর উপজেলার বাসিন্দা রয়েছে। করোনা পজেটিভ হওয়ার বিষয় সংশ্লিষ্ট উপজেলা ইউএনওদের জানানো হয়েছে। প্রশাসন পরবর্তী ব্যবস্থা গ্রহন করবেন বলেও তিনি জানান।