নিউজ ডেস্ক//মা-মেয়েসহ চারজনকে হত্যার ঘটনায় পরিবারের মামলা
গাজীপুরের শ্রীপুরে মা-মেয়েসহ চারজনকে হত্যার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছে পরিবার।
শুক্রবার সকালে, শ্রীপুর থানায় নিহত গৃহবধূর শ্বশুর আবুল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বুধবার রাতে শ্রীপুরের আবদার এলাকার নিজ বাড়িতে খুন হন মালয়েশিয়া প্রবাসী কাজল মিয়ার স্ত্রী স্মৃতি ফাতেমা ও তাদের তিন সন্তান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহষ্পতিবার বিকেলে ওই বাড়ির দরজায় বেশ কয়েকবার কড়া নাড়ার পর ভেতর থেকে কোনো শব্দ না পেয়ে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যালের মর্গে পাঠায়। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
তথ্য ও সূত্র:ডিবিসি নিউজ