সাইফুল ইসলাম// বিডি ক্লিন একটি নাম, যেন একটি আস্থা আর বিশ্বাসের অপর নাম। এই বিশ্বাস একদিনে তৈরি হয়নি এটা তাদের অর্জন করতে হয়েছে।
শুরুটা হয়েছে পরিচ্ছন্নতার যুদ্ধ দিয়ে কিন্তু থেমে নেই আর পরিচ্ছন্নতার মধ্যেই সীমাবদ্ধ । কারন বিডি ক্লিন হচ্ছে আদর্শ সুনাগরিক তৈরি করার কারখানা। যেখান থেকে প্রতিনিয়ত তৈরি হচ্ছে আদর্শ সুনাগরিক। ভরসার স্থান হলো এরা কখনো লোক দেখানো কাজ করেনা।যেটা বিশ্বাস করে সেটা তারা করে দেখায়। আর এজন্যই সকল সংগঠন থেকে বিডি ক্লিন আলাদা।
দেশের যেকোনো প্রয়োজনে বিডি ক্লিন ছিল, আছে, থাকবে। বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের কারণে সারাদেশে বিরাজ করছে এক ভয়াবহ নিস্তব্ধতা।
কিন্তু মাঠে মাঠে সোনালী ফসল ধান পেকেঁছে।কৃষকের ঘরে এই পাঁকা ধান ঘরে তোলার জন্য প্রয়োজনীয় জনবল (শ্রমিক) পাওয়া দুস্কর হয়ে পড়েছে। কারন দেশের বিভিন্ন জেলা এখনও লকডাউনে।
সকল মানুষের মুখের হাঁসি যখন ফুরিয়ে চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছিল। ঠিক তখনই তাদের মুখে হাঁসি ফিরিয়ে দেওয়ার জন্য ফসলের মাঠে ছুটে যায় বিডি ক্লিন তারুণ্য।
শুরু করে দিল ধান কাটা,কৃষকের ন্যায় কৃষকের সহযোগী হয়ে এগিয়ে এল বিডি ক্লিন শ্রীবরদী। অদম্য তারুন্য কৃষকের মুখে হাঁসি ফোটানোর মিশনে সফল একদল তারন্য।
এরা দেশের যেকোন ক্রান্তিকালে এসে বুক পেতে দিয়ে সব কাজে স্বেচ্ছাসেবকের ভূমিকায় অবতীর্ণ হয়।