ধানসিঁড়ি নিউজঃ
মিয়ানমারে বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় পাইলটসহ ৪জন আহত হবার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিক ভাবে আহতদের নাম পাওয়া যায়নি।
মিয়ানমার টাইমস সূত্রে জানা যায়, ইয়াংন আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে বুধবার (৮ মে) সন্ধ্যার পর ‘এস টু এজিকিউ’ বিমান বিমান বিধ্বস্ত হয়েছে। বর্তমানে বিমান চলাচল বন্ধ রয়েছে।
ওই ফ্লাইটটিতে তখন ৩৩ জন আরোহী ছিলেন বলে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ বিষয়ে হযরত শাহজালাল বিমানবন্দরে যোগাযোগ করা হলে জুনিয়র গ্রাউন্ড সার্ভিস অফিসার শাহিনা ধানসিঁড়ি নিউজ কে বলেন, আমরা এখনও এমন কোন খবর পায়নি। কিছুক্ষণ পর বিস্তারিত জানাতে পারবো।
                                         শিরোনাম :  
                                    
                            
                                মিয়ানমারে বিমান বাংলাদেশের বিমান বিধ্বস্ত
-    
																	
																বার্তা কক্ষ								   - আপডেট সময় : ১১:২৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯
 - ১৩৮৩ বার পড়া হয়েছে
 
                                 ট্যাগস :  
                                                            
							
                            
                                      জনপ্রিয় সংবাদ                                
                                
																			









