সাইফুল ইসলাম//পশ্চিম কাউনিয়া এলাকায় বাড়ির নির্মাণ কাজে শ্রমিক সমাগমের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা তৈরীর অপরাধে দন্ডবিধির ২৬৯ ধারা মোতাবেক বাড়ির কেয়ারটেকার মোঃ মনির হোসেন কে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অমৃত লাল দে কলেজ প্রাঙ্গণে টিসিবির পণ্য বিক্রির ডিলার মোঃ হারুন-অর-রশিদ কে ১০০ কেজি ছোলা এবং ৫০ কেজি ডাল বিক্রয়ে অনিয়ম করায় দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২ এর ধারা ৩৯ মোতাবেক ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা এবং করোনা ভাইরাসের বিস্তার এবং এটিকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীদের বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা রোধকল্পে নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।