ধানসিঁড়ি নিউজ// সময়ের সাহসী সন্তান বিভূতিভূষণ, মেডিকেল টেকনোলজিস্ট, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ভয়কে জয় করে যিনি ইতোমধ্যে সংগ্রহ করেছেন সাতশতাধিক মানুষের কোভিড-১৯ নমুনা।
তার এ কাজে অনুপ্রেরণা এবং উৎসাহ দিতে ভুলেননি বিএমপি কমিশনার মো শাহাবুদ্দিন খান, বিপিএম (বার)।
আজ ২৬/০৪/২০ তারিখ বিএমপি কমিশনারের স্টাফ অফিসার মো আবদুল হালিমের মাধ্যমে হোটেল সেডোনায় অবস্থানরত বিভূতিভূষণ কে বিএমপি কমিশনার এর উপহার সামগ্রী (নানা ধরনের ফলমুল, স্বাস্হ্য সুরক্ষা সামগ্রী, নগদ অর্থ) পৌঁছে দেন।