নিজস্ব প্রতিবেদক: সদিচ্ছা থাকলে প্রবাসে থেকেও প্রয়োজনে নিজ এলাকার মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া সম্ভব এমনই নজির স্থাপন করে চলেছেন ঝালকাঠী জেলার রাজাপুর থানাধীন ২নং শুক্তাগর ইউনিয়নের সাকরাইল গ্রামের সাবেক সফল ইউপি সদস্য জনাব মোঃ আলী হায়দার হেলাল।
মোঃ আলী হায়দার হেলাল সৌদি প্রবাসে থেকেও নিজ এলাকাবাসীর বিভিন্ন সমস্যায় পাশে থাকার চেষ্টা করেছেন। পরীক্ষার ফরম ফিলাপ, মেয়ের বিয়ে, অসুস্থ ব্যক্তির চিকিৎসা খরচ, তাঁর সাধ্যানুযায়ী সহযোগিতা করে আসছেন।
বর্তমানে করোনা সংকট একটি গুরুত্বপূর্ণ সমস্যা। দেশের সর্বত্রই এর প্রভাব পড়েছে। গ্রামাঞ্চলেও এর প্রভাব বিদ্যমান। সর্বস্তরের মানুষ কম-বেশি সমস্যাগ্রস্ত হচ্ছে। এই সংকটে মোঃ আলী হায়দার হেলাল রমযানের ইফতার উপহার সামগ্রী নিয়ে দুইশতাধিক পরিবারের পাশে দাঁড়ালেন। তাঁর এই প্রচেষ্টায় সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন প্রবাসী সাইফুল ইসলাম, কামরুজ্জামান বিপ্লব, হাফিজুর রহমান।
১ম রমযান থেকে ৩য় রমযান পর্যন্ত রুমেনের নেতৃত্বে মামুন, হাফিজুর, ইমন, সুমন, রবিন, শহিদ, আজাদ, ছাদেকুল, শাহ জামালের মত এক ঝাঁক তরুণ স্বেচ্ছা প্রণোদিত হয়ে সাকরাইল, কানুনিয়া, শ্রীমন্তকাঠী এলাকায় ঘরে ঘরে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন।
এবিষয়ে মোঃ আলী হায়দার হেলালের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি বলেন, “দেশের এই সংকটকালে যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা উচিৎ। আমার পক্ষে সবার কাছে বা পুরো মাসের সামগ্রী দেয়া সম্ভব হয়নি। তারপরও চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়েছে।” তিনি যেন ভবিষ্যতেও এভাবে সহযোগিতা করতে পারে এজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
উপহার সামগ্রী বিতরণের বিষয়ে রুমেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এটি একটি ভালো উদ্যোগ। ঘরে ঘরে উপহার সামগ্রী পৌঁছে দিতে পেরে আমাদের ভালো লেগেছে। ভবিষ্যতেও এধরণের কাজে সম্পৃক্ত থাকার ইচ্ছা রাখি।”
এর আগে প্রবাসী হেলালের নিজ উদ্যোগে নিজ এলাকা সাকরাইল ও কানুনিয়ায় করোনা ভাইরাস সংক্রমন থেকে বাঁচার সচেতনামূলক লিফলেট বিতরণ করেন এবং গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ও ফেষ্টুন টাঙিয়ে দেন। তিনি ইতিপূর্বে একাধিকবার বিভিন্ন দুর্যোগের সময় এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।