আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর ৩রা মে সারা বিশ্বে দিবসটি পালিত হয়।
দিবসটির এবারের প্রতিপাদ্য: ‘ভয় ও পক্ষপাতহীন সাংবাদিকতা’। দিবসটি উপলক্ষে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস বলেছেন, করোনা মহামারির সময়ে প্রকৃত সাংবাদিকরাই সঠিক তথ্য দিয়ে নাগরিক ও প্রশাসনকে সহায়তা করছেন।
এদিকে, গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক বৈশ্বিক সূচকে বাংলাদেশের আরও একধাপ অবনতি হয়েছে। সম্প্রতি প্যারিসভিত্তিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার-আরএসএফ বার্ষিক এই সূচক প্রকাশ করেছে। সূচক অনুযায়ী, ১৮০টি দেশের মধ্যে এখন বাংলাদেশের অবস্থান ১৫১তম। ২০১৯ সালে বাংলাদেশের অবস্থান ছিলো ১৫০তম।