ধানসিঁড়ি নিউজ ডেস্ক// কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই সহোদরসহ তিনজন নিহত হয়েছে।
আহত হয়েছে তিন পুলিশ সদস্য। নিহতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
বুধবার ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী সংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে একদল ডাকাতের অবস্থানের খবরে ঘটনাস্থলে যায় তারা। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়।
পরে ঘটনাস্থল থেকে তিন জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন ছৈয়দ আলম, নুরুল আলম ও ছৈয়দ হোসেন।
ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। নিহতদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।