নিউজ ডেস্ক// নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধসহ আহত ৭।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা রেলওয়ে সেতু প্রকল্পে ঠিকাদারদের সাথে শ্রমিকদের দৈনিক ভাতা নিয়ে অসন্তোষ দেখা দেয়। এতে শ্রমিকদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষের সময় গুলিতে কমপক্ষে ৩ জন গুলিবিদ্ধসহ ৭ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে প্রকল্প সাইট মেদিনীমণ্ডলে এ ঘটনা ঘটে।
আহতরা হলো- জাকির(২৫), পারভেজ(১৮), সুমন(২৭), রাজু(২৩), মাঈন(২১), রাসেল(২৫), শুভ(২২)। চায়না ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরপত্তাকর্মী বদরুল, নাজিম উদ্দিন, মইনুল এই তিনজন গুলি করেন। আহতদের রাত ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তার দায়িত্ব থাকা সেনাবাহিনীর এক সদস্য জানান, করোনাভাইরাসের সময় শ্রমিকদের কাজ করার জন্য চাইনিজ ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সিআরইসি’ দেশী শ্রমিকদের প্রতিদিন তিনশো টাকা দিবে বলে জানিয়েছিল। কিন্তু এক তারিখ অতিবাহিত হওয়ার পর তারা স্বাভাবিক সময়ের মতো দেড়শো টাকা দিবে বলে জানায়। জানতে পেরে দেড়শো দেশী শ্রমিক ঠিকাদারি প্রতিষ্ঠানের শেডের দিকে এগিয়ে গেলে তিনজন নিরাপত্তা কর্মী শর্টগান দিয়ে ফাকা গুলি করে। এতে কমপক্ষে তিনজন গুলিবিদ্ধসহ আহত হয় সাতজন দেশী শ্রমিক।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কাবিরুল ইসলাম খান এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, দৈনিক ভাতা নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছিল। সন্ধ্যায় প্রায় দেড়শ’ শ্রমিক বেতন ভাতা নিয়ে উত্তেজিত হলে কর্তৃপক্ষ ভয় পেয়ে যায়। নিরাপত্তারক্ষীরা গুলি করলে কমপক্ষে তিনজন আহত হন। তাদের শ্রীনগর ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
সূত্রঃ ডিবিসি নিউজ