নিউজ ডেস্ক: রাজধানীর গুলিস্তান-ফুলবাড়িয়ার সব পাইকারি মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। শুক্রবার (৮ মে) বিকালে বঙ্গবাজারে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেন তারা।
পাইকারি মার্কেটগুলো হলো, বঙ্গবাজার কমপ্লেক্স, এনেক্সকো টাওয়ার, মহানগর কমপ্লেক্স, ঢাকা ট্রেড সেন্টার, ফুলবাড়িয়া সুপার মার্কেট, সুন্দরবন সুপার মার্কেট, জাকির প্লাজা, নগর প্লাজা, সিটি প্লাজা, গুলিস্তান পুরান বাজার, বঙ্গ ইসলামিয়া সুপার মার্কেট। এসব মার্কেটে জুতা, গার্মেন্টস কারখানার জামাকাপড় পাইকারিতে বিক্রি করা হয়।
ব্যবসায়ীরা জানান, ১০ মে থেকে দেশের সব মার্কেট খোলা রাখার বিষয়ে নির্দেশনা দিয়েছে সরকার। কিন্তু রমজানের মাঝামাঝি সময়ে পাইকারি মার্কেটে বেচাকেনা কম হয়। অন্যদিকে এখন করোনা আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীরা। তাই মার্কেটগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মার্কেটগুলো বন্ধ থাকবে।
সূত্র:বাংলা ট্রিউবিউন