নিজস্ব প্রতিবেদক: আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে দেখা গেল দুটি সন্তান, সিজার করতে ওটিতে নেয়া হলো। কিছুক্ষন পরে সজনদের কাছে একটি সন্তান দিয়ে হয়রানি করা হচ্ছে এমনটিই অভিযোগ পাওয়া গেছে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের লেবার ইউনিট-২ এর এক প্রসূতি দম্পতির কাছ থেকে।
ঘটনার বিবরণে প্রকাশ, মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের পূর্ব হন্নী গ্রামের আসলাম সরদারের ছেলে মামুন সরদারের স্ত্রী ফাতেমা(২৮) মাতৃত্বজনিত অসুস্থতা নিয়ে শের ই বাংলা মেডিকেলের লেবার ইউনিট-২ তে ভর্তি হন।
ভর্তির পরে ডাক্তার তাদেরকে কিছু পরীক্ষা করাতে বলেন। আল্ট্রাসনোর রিপোর্টে তাদের টুইন এলাইভ বেবী দেখায়। দায়িত্বরত ডাক্তার সিজার করাতে হবে বলে জানালেন। এতে রোগীর স্বজনেরা রাজি হওয়ায় আজ শনিবার (৯মে) বিকেল ৪টায় রোগীকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের লেবার ওয়ার্ডের ওটিতে নেয়া হয়। দীর্ঘ সময় পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্তৃপক্ষ রোগীর সজনদের কাছে একটি সন্তান দেয়। এতে তারা আরেকটা বাচ্চা চাওয়াতে তাদেরকে নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে জানা গেছে।
রোগির স্বামী মামুন বলেন, আমার দুটো বাচ্চা দুটোই আমি চাই।” এবিষয়ে তাৎক্ষণিক গাইনী ওয়ার্ডে দায়িত্বশীল কারো সথে কথা বলা সম্ভব হয়নি।
০১৭৬৬২৮৬০৯৫ রোগির স্বামী মোঃ মামুন।