ধানসিঁড়ি নিউজ// বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাঁড়িয়েছে।
আজ ১০ মে রবিবার দুপুর ১২ টার সময়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে নগরীর চরকাউয়া খেয়া ঘাট এলাকার কর্মহীন মাঝি-মাল্লাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক এস, এম অজিয়র রহমান।
এসময় উপস্থিত ছিলেন নবাগত বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিবুর রহমান। সিনিয়র গভর্নর বাংলাদেশ মানবাধিকার কমিশন মাহমুদুল হক খান মামুন, প্রথম সকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী আল মামুনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় প্রত্যেককে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ত্রাণ সামগ্রী হিসেবে বিতরণ করা হয়।
বরিশাল জেলা প্রশাসকের পক্ষ থেকে তাদের প্রতি আহবান করা হয়, সবাই ঘরে থাকবেন প্রশাসনকে সহযোগিতা করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন প্রয়োজন ব্যতীত ঘরের বাহিরে যাবেন না।