নিউজ ডেস্ক: এক পুলিশ সদস্য (গড়ীচালক)র’ করোনা পজেটিভ হওয়ায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-কমিশনার দক্ষিণ জোনের কার্যালয়ে কর্মরত সকল পুলিশ কর্মকর্তা-কর্মচারীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এছাড়া আক্রান্ত গাড়ীচালককে বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাশাপাশি তাঁর সংস্পর্শে আসাদের মধ্যে বেশ কিছু পুলিশ সদস্যর নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। ওই গাড়ী চালকের সংস্পর্শে কারা কারা ছিলো তাদের চিহ্নিত করে নমুনা সংগ্রহের কাজ চলছে। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিপিএম-বার।
বরিশাল মহানগর পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান জানান, জ্বর গলাব্যথাসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত শনিবার পুলিশ হাসপাতালে ভর্তি হন ওই গাড়িচালক। সোমবার নমুনা সংগ্রহ করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস পজেটিভ আসে। এ ঘটনায় তার সংস্পর্শে আসা উপকমিশনার দক্ষিণ জোনের কার্যালয়ে কর্মরত সকল পুলিশ কর্মকর্তা, কর্মচারীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
এদের মধ্যে থেকে বেশ কয়েকজনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। অন্যদের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করার কাজ চলছে। পাশাপাশি তার সংস্পর্শে কারা কারা ছিলো তা নির্ণয় করে তাদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। তবে কতজন পুলিশ সদস্যর নমুনা সংগ্রহ করা হয়েছে তা পুলিশ কমিশনার জানাননি।
শিরোনাম :
- হোম
- Uncategorized
- বরিশালে পুলিশ সদস্য (গাড়ী চালক)’র করোনা পজেটিভ
বরিশালে পুলিশ সদস্য (গাড়ী চালক)’র করোনা পজেটিভ
-
বার্তা কক্ষ
- আপডেট সময় : ১২:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০
- ৪৫২ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ