ধানসিঁড়ি নিউজ।। বিশ্বব্যাপি মহামারি করোনা ভাইরাসের প্রভাব মোকাবেলা ও আসন্ন ঈদ কেনাকাটা নির্বিঘ্ন করতে এবং জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশাল জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় এবং ইউএনও মেহেন্দিগঞ্জ এর তত্ত্বাবধানে মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
আজ ১৬.০৫.২০২০ তারিখ সকাল ১১ঃ০০ ঘটিকা থেকে দুপুর ১ঃ৩০ ঘটিকা পর্যন্ত মেহেন্দীগঞ্জ উপজেলার পাতারহাট বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃরাসেল ইকবাল।
এ সময় স্বাস্থ্যবিধি না মেনে শারীরিক দূরত্ব উপেক্ষা করে বিপণি-বিতান খোলা রেখে ক্রেতা সমাগম সৃষ্টি করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ধারা ২৫(২) মোতাবেক চার দোকানীকে পৃথক ০৪ টি মামলায় ১৪,০০০ টাকা জরিমানা এবং শিশুসন্তানসহ পরিবারের একাধিক সদস্য বাজারে এনে কোভিড-১৯ বিস্তারের ঝুঁকি বৃদ্ধি করায় এক ক্রেতাকে পৃথক মামলায় ১০০০ টাকাসহ সর্বমোট পাঁচটি মামলায় ১৫,০০০ টাকা টাকা জরিমানা করা হয়।
একইসাথে করোনা ভাইরাসের বিস্তার রোধে কেনাকাটাসহ সর্বক্ষেত্রে সামাজিক দূরত্ব মেনে চলার জন্য ক্রেতা-বিক্রেতাসহ উপস্থিত সকলকে সতর্ক করা হয়। উক্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।