ধানসিঁড়ি নিউজ।। বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের প্রভাবে অসহায় হয়ে পড়া নিম্নআয়ের দিনমজুর শ্রেনীর মানুষের পাশে আছে সরকার। তাইতো তাদের প্রয়োজনের কথা বিবেচনা করে সরকার বিভিন্ন ভাবে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করে চলেছে।
আর এই সাহায্য যাতে সঠিক মানুষ সঠিক সময়ে পেতে পারে তার জন্য প্রয়োজন সঠিক তদারকির। আর সেটাই বিভিন্নভাবে করে যাচ্ছে উপজেলা প্রশাসন। এই ত্রান কার্যক্রম ও করোনা মোকাবিলায় সামাজিক দুরুত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলা শীর্ষক এক আলোচনা সভা ডেকেছে উপজেলা প্রসাসন মেহেন্দিগঞ্জ।
আজ (১৭.০৫.২০২০) সকাল ১১ঃ০০ টায় উপজেলা সম্মেলন কক্ষে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় সংসদ সদস্য জনাব পংকজ নাথ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়।উক্ত সভায় সভাপতিত্ব করবেন মেহেন্দিগঞ্জ উপজেলার স্বনামধন্য উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে।
এছাড়াও উক্ত সভায় উপস্থিত থেকে সভাকে অলংকৃত করবেন উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সম্মানিত ট্যাগ অফিসারবৃন্দ।