ধানসিঁড়ি নিউজ।। বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের প্রকোপ দিনদিন যে হারে বাড়ছে তাতে হাসপাতালে রোগির সংকুলান করা কঠিন হয়ে পড়ছে। তাইতো করোনা রোগিদের জন্য আলাদা হাসপাতাল তৈরির প্রয়োজনীয়তা দেখা দেয়। করোনা সংক্রামণ রোধে বসুন্ধরায় করোনা হাসপাতালের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা সংক্রমন রোধ করতে হলে জনসমাগম নিয়ন্ত্রণ করতে হবে। জনসমাগম নিয়ন্ত্রণে নিয়োজিত সরকারি সংস্থাগুলোকে আরো সুচারুভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।
বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ডেডিকেটেড করোনা হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, স্বাস্থ্যমন্ত্রনালয়ের দায়িত্ব হচ্ছে চিকিৎসা দেয়া, জনগণকে সচেতন করা।
আর সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে তার মন্ত্রনালয়। তিনি বলেন, লকডাউন, আইসোলেশন, কোয়ারেন্টাইন যাই বলা হোক না কেন, সবই হচ্ছে সংক্রমণ রোধ করার জন্য। সবাইকে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, ঘরে থাকুন। উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যান।
তবে তথ্য গোপন না করার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, তথ্য গোপন করলে ডাক্তার ও নার্সরা আক্রান্ত হবেন। সংক্রামকের ঝুঁকি বেড়ে যাবে।