ধানিসিঁড়ি নিউজ।।গত ১২ ই এপ্রিল প্রথম বরিশালে করোনা রোগি শনাক্তের পর থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বরিশাল জেলাকে লকডাউন ঘোষনা করা হয়েছে যার পরিপ্রেক্ষিতে বরিশাল থেকে কোন লোক অন্য জেলায় যেতেও পারবেনা আবার অন্য জেলা থেকে আসতেও পারবে না। লঞ্চ ও সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। কিন্তু গোপনে চলাচল অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে সাধারন জনগন।
তাইতো আজ দুপুর ১ঃ০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে ঢাকার কেরানীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ট্রলার পাতারহাট বন্দর হয়ে মেহেন্দিগঞ্জের শ্রীপুরে যাচ্ছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় ট্রলারটি আটক করেন।
সরকারি আদেশ অমান্য করে নৌপথে যাত্রীবাহী ট্রলার চালানোর মাধ্যমে কোভিড-১৯ বিস্তার ঘটানোয় সহায়তা করার অপরাধটি আমলে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ধারা ২৪(২) মোতাবেক ট্রলার চালককে ৮,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রাসেল ইকবাল।
সেই সাথে ট্রলারযোগে আসা যাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে বিধিমোতাবেক কঠোরভাবে হোম কোয়ারান্টাইন মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় মেহেন্দিগঞ্জ উপজেলার ১৪নং শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ হারুন-অর-রশীদ উপস্থিত ছিলেন।