ধানসিঁড়ি নিউজ।।বর্তমানে বিশ্বব্যাপী বিরাজমান করোনা পরিস্থিতিতে সরকার ও সরকারী প্রতিষ্ঠান সমূহ সর্বোচ্চ সতর্ক অবস্থায় অবস্থান করছে। এরই ধারাবাহিকতায় পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর কে সামনে রেখে দোকান পাট ও অন্যান্য বাজার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব নিশ্চিত করে সরকার কর্তৃক প্রদত্ত শর্তসমূহ পালন সাপেক্ষে খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
কিন্তু বিগত কয়েকেদিন বাজার ও শপিংমলসমূহ সরেজমিনে পরিদর্শনে দেখা যায় যে বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে আগত ক্রেতা বিক্রেতারা সরকার প্রদত্ত শর্ত মেনে চলার বিষয়ে সম্পূর্ণ অবেহলা করেছেন এবং নির্লিপ্ত থেকেছেন।
সেহেতু জনসাধারণ তথা হালুয়াঘাট উপজেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যুঝুঁকির কথা বিবেচনা করে করোনা সংক্রমন প্রতিরোধে আগামী ১৮ মে ২০২০ তারিখ হতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান (মুদি দোকান), খাদ্যদ্রব্যের দোকান, সার-বীজ-কীটনাশকের অনুমোদিত ডিলারের দোকান, কাঁচা বাজার, মৎস্য-পোল্ট্রি-পশুখাদ্যের দোকান, ঔষধের দোকান এবং রিচার্জের দোকান সমূহ বাদে সকল দোকান সমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
উল্লেখ্য, বর্ণিত দোকানসমূহ সকাল ৯ টা হতে বেলা ২টা পর্যন্ত খোলা রাখা যাবে। শুধুমাত্র ঔষধের দোকান সার্বক্ষণিক খোলা রাখা যাবে।