ধানসিঁড়ি নিউজ।।বরিশাল জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও সুযোগ্য জেলা প্রশাসক জনাব এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় এবং ইউএনও মেহেন্দিগঞ্জ পিজুস চন্দ্র দে’র তত্ত্বাবধানে আজ ১৮.০৫.২০ তারিখ সকাল ১০:৩০টা থেকে দুপুর ১২:৩০টা পর্যন্ত মেহেন্দীগঞ্জ উপজেলার হাজীরহাট বাজারে ঈদ শপিংয়ে শারীরিক দূরত্ব নিশ্চিতকরণ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল ইকবাল।
এসময় পণ্যের মূল্য তালিকা সঠিকভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ধারা ৩৮ মোতাবেক ২ মুদি দোকানীকে সর্বমোট ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেই সাথে করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সর্বক্ষেত্রে সামাজিক দূরত্ব রক্ষা করে চলার নির্দেশনা প্রদানের পাশাপাশি উপস্থিত সকলকে সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় মেহেন্দিগঞ্জ থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।