ধানসিঁড়ি নিউজ।। প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত প্রতিবন্ধী ভাতা উপযুক্ত ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়।
আজ ১৯ই মে রোজ মঙ্গলবার মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত প্রতিবন্ধী ভাতা পবিত্র ঈদুল ফিতরের পূর্বেই উপযুক্ত ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়৷
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনের সম্মানিত সংসদ সদস্য পংকজ নাথ এমপি৷ উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ খোরশেদ আলম ভুলু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ মাহমুদ হাসান ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী বৃন্দ।