।।চলমান করোনা ভাইরাসের প্রভাবে সৃষ্ট লগডাউন বাস্তবায়ন,সামাজিক দুরুত্ব নিশ্চিতকরণ,অপ্রয়োজনীয় দোকান বন্ধ রাখার নিমিত্তে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে আসছে জেলা প্রশাসন বরিশাল।
তারই ধারারবাহিকতায় বরিশাল জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও সুযোগ্য জেলা প্রশাসক জনাব এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় এবং ইউএনও মেহেন্দিগঞ্জ পিজুস চন্দ্র দে এর তত্ত্বাবধানে আজ ১৯ই মে ২০ তারিখ সকাল ১১ টা থেকে দুপুর ১টা৩০ মিনিট পর্যন্ত মেহেন্দীগঞ্জ উপজেলার পাতারহাট ও উলানিয়া বাজারে শারীরিক দূরত্ব নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল ইকবাল।
এসময় সরকারি আদেশ অমান্য করে কাপড়ের দোকান খোলা রেখে কোভিড-১৯ বিস্তারে সহায়তা করায় দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক দুই দোকানীকে পৃথক ০২ টি মামলায় সর্বমোট ৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেই সাথে করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সর্বক্ষেত্রে সামাজিক দূরত্ব রক্ষা করে চলার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি উপস্থিত সকলকে সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় মেহেন্দিগঞ্জ থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।