ধানসিঁড়ি নিউজ।।বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজও বরিশালেরর বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্ট অভিযান অব্যাহত ছিল।
দেশের উৎপাদন ব্যবস্থা ঠিক রাখতে ইতোমধ্যেই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কল-কারখানা এবং শপিংমলসমূহ খোলা রাখার অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু গত কয়েকদিনে শপিংমল সমূহে ক্রেতা বিক্রেতাদের মধ্যে কোন প্রকার স্বাস্থ্যবিধি মানার লক্ষন পরিলক্ষিত না হওয়ায় আবার পূনরায় বরিশাল জেলা প্রশাসন শপিংমল দোকানপাট বন্ধ ঘোষণা করেন।
এমতাবস্থায়, মেহেন্দিগঞ্জের প্রতিষ্ঠানসমূহ স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হচ্ছে কিনা তা যাচাইকল্পে বরিশালের সু যোগ্য জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় এবং ইউএনও মেহেন্দিগঞ্জ পিজুস চন্দ্র দে’র তত্ত্বাবধানে আজ ২৩ ই মে ২০ তারিখ সকাল ১১ টা থেকে দুপুর ১টা৩০ মিনিট পর্যন্ত মেহেন্দীগঞ্জ উপজেলার পাতারহাট বাজারে আসন্ন “ইদ-উল-ফিতর” উপলক্ষ্যে শপিংমলসমূহে ক্রেতা সমাগম ঠেকানো, শারীরিক দূরত্ব নিশ্চিতকরণের মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন।
এসময় সরকারি আদেশ অমান্য করে কাপড়ের দোকান এবং অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে কোভিড-১৯ বিস্তারে সহায়তা করায় সংক্রামক রোগ(প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৪(২) ও দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারায় তিন প্রতিষ্ঠান কে পৃথক তিনটি মামলায় সর্বমোট ৩২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেই সাথে করোনা বিস্তার রোধে জেলা প্রশাসন বরিশালের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত সকলকে শপিংমল বন্ধ রাখতে নির্দেশ প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় মেহেন্দিগঞ্জের থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।